আন্দোলনের চাপে ট্রেন চালু

বালুরঘাট, ৩০ ডিসেম্বরঃ আন্দোলনের চাপে পড়ে কুয়াশার অজুহাত সরিয়ে গৌড় লিঙ্ক এক্সপ্রেসের রিজার্ভেশন ফের শুরু করলেও রেল দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ কমছে না বালুরঘাটের বাসিন্দাদের। রবিবার বিকেলে রেল বঞ্চনার প্রতিবাদে বালুরঘাট রেল স্টেশনে বিক্ষোভ দেখায় একলাখী-বালুরঘাট রেল উন্নয়ন কমিটির সদস্যরা। প্রতীকী রেল অবরোধের পরেই পরিকাঠামো উন্নয়নের দাবিতে তুমুল আন্দোলনে নামেন আন্দোলনকারীরা। স্টেশন মাস্টারের সঙ্গে তুমুল বাক-বিতণ্ডার জেরে স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

একলাখি-বালুরঘাট রেল উন্নয়ন কমিটির পক্ষে পীযূষকান্তি দেব বলেন, ‘দক্ষিণ দিনাজপুর জেলার মানুষকে বার বার বঞ্চনা, অপমান করার ষড়যন্ত্র করে রেল দপ্তর। কুয়াশার অজুহাতে বাতিল করেই নয়, নানা অজুহাতে বালুরঘাটকে বঞ্চনা করে রেল দপ্তর। আজও হাওড়া এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেসকে সপ্তাহের সাতদিন চালানো হয় না। হিলি এবং কালিয়াগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজেও হাত দেওয়া হয়নি। জেলার মানুষের সঙ্গে এমন বঞ্চনার প্রতিবাদ আমাদের আন্দোলন জারি থাকবে।’ পীযূষবাবুর দাবি, কুম্ভ মেলায় অতিরিক্ত ট্রেনের জোগান রাখতে উত্তরবঙ্গের ট্রেনগুলিকে কুয়াশার অজুহাতে বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রেল দপ্তর শিলিগুড়ি ও মালদা সঙ্গে সংযোগকারী দুটি ট্রেন বাতিল করে দেয়। এছাড়াও গৌড় লিঙ্ক এক্সপ্রেসের রিজার্ভেশনও বন্ধ করা হয়। এরপরেই আন্দোলনের চাপে রেল দপ্তর শুধুমাত্র রিজার্ভেশন চালু করলেও বালুরঘাট শিলিগুড়ি ট্রেনটি কুয়াশার অজুহাতে বন্ধ রাখে।

সংবাদদাতাঃ সুবীর মোহন্ত

ছবিঃ মাজিদুর সরদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2F0lIRs

December 30, 2018 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top