রায়গঞ্জ, ১২ ডিসেম্বরঃ স্বাধীন ভারতের প্রথম বিধায়ক ইটাহার বিধানসভার বসন্ত লাল চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি মারনাই গ্রামে। জানা গিয়েছে, তেভাগা আন্দোলনের আগুন জ্বালিয়েছিলেন তিনি। আর সেই মারনাই গ্রামেই বুধবার বিধানসভার পাঁচ প্রতিনিধি দল ঐতিহ্যবাহী শিব মন্দির পরিদর্শন করলেন। এদিন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক খগেন মুর্মু সহ চার প্রতিনিধি দল এই মন্দির চত্বর পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন ইটাহারের বিডিও রাজু লামা। বিধায়ক খগেন মুর্মু বলেন, ‘মারনাই শিব মন্দির সংস্কারের জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C8q5Hx
December 12, 2018 at 08:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন