কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনায় অশোক ভট্টাচার্য

বীরপাড়া, ১৯ ডিসেম্বরঃ বীরপাড়ায় সিটুর পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বুধবার রাজ্য ও কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করলেন শিলিগুড়ির মেয়র তথা সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য্য। অশোকবাবু বলেন, ‘কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একই সুরে কথা বলছে। লুটেপুটে খাও, চপ বানিয়ে খাও, পকোড়া বানিয়ে খাও, ঘুষ খাও, চুরি, ডাকাতি কর। এটাই এই দুই সরকারের নীতি। শিক্ষিত যুবক যুবতিরা চাকরি পাচ্ছে না। কর্মসংস্থান হচ্ছে না।’

চা শ্রমিক ও বনবস্তির বাসিন্দারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তাদের অধিকারের দাবিতে সংকোশ থেকে শুরু হওয়া সিটুর পদযাত্রা এদিন শেষ হয় বীরপাড়ায়। এদিনের সভায় বক্তব্য রাখেন সিটুর আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিদ্যুৎ গুণ, কোচবিহার আলিপুরদুয়ার চা বাগান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন রাই, ফালাকাটার শ্রমিক নেতা অশোক মুন্ডা প্রমুখ। দেশজুড়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সরব হন বক্তারা।

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UWjzuL

December 19, 2018 at 10:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top