কলকাতা, ২৭ ডিসেম্বর- মার্কিন মুলুকে শাট ডাউন-এর প্রভাব পড়ল বাংলাতেও। মার্কিন কোষাগার বন্ধ থাকায় বন্ধ হয়ে গেল কলকাতার আমেরিকান সেন্টারও। আমেরিকান সেন্টারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে সেন্টারের সমস্চত কাজকর্ম। তবে যাঁরা মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন, তাঁরাদের ভিসা পেতে কোনও অসুবিধা হবে না। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে আমেরিকায় বিবাদ চরমে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ বন্ধ করে দেওয়া হয়েছে কোষাগার। ফলস্বরূপ আমেরিকায় সরকারি দফতরের অধিকাংশ কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তার উপর ক্রিসমাসের আগে পৌনে চার লক্ষ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। বাকি চার লক্ষ শ্রমিককে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে বলেও অভিযোগ। ট্রাম্পের দাবি মেনে মার্কিন কংগ্রেস প্রাচীর নির্মাণের জন্য পাঁচশো কোটি ডলার বরাদ্দ করেনি। এই অর্থ বরাদ্দে বাধ সাধে ডেমোক্র্যাটরা। তাতেই পরিস্থিতি জটিল আকার নেয়। ট্রাম্প জানিয়েছিলেন, অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে প্রাচীন নির্মাণ জরুরি। প্রাচীর নির্মাণে বরাদ্দে বাধ সাঝায় ট্রাম্প জানিয়ে দেন, ওই অর্থ বরাদ্দ না হলে বাজেট সংক্রান্ত অন্য কোনও আইনে তিনি স্বাক্ষর করবেন না। ডেমোক্র্যাটরাও সিদ্ধান্তে অনড়, ১৩০ কোটি মার্কিন ডলারের বেশি বরাদ্দ করা যাবে না ওই খাতে। এর ফলেই শাট ডাউন হয়ে যায় মার্কিন কোষাগার। বিশ্বের অন্য সব দেশের মার্কিন দূতাবাস-সহ কলকাতার আমেরিকান সেন্টারেও তার প্রভাব পড়ে। এইচ/১৬:৩২/২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2rWADDJ
December 27, 2018 at 10:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন