প্যারিসে সতর্কতা জারি, বন্ধ হল আইফেল টাওয়ার

প্যারিস, ৮ ডিসেম্বরঃ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলা ‘ইয়েলো ভেস্ট’‌ বিক্ষোভের জেরে প্রায় অঘোষিত বন্ধের চেহারা নিল প্যারিস। জারি হয়েছে সতর্কতা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তত্পর ফ্রান্স সরকার। শনিবার তাই আগাম সতর্কতা হিসেবে প্যারিসে প্রায় ৮০০০ পুলিশকর্মী এবং দেশজুড়ে ৮৯০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। দোকানপাট, রেস্তোঁরা, মিউজিয়াম, মেট্রো স্টেশন সহ পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ারও। এই বিষয়ে ফ্রান্স সরকারের তরফে জ্বালানি কর কমানোর কথা ঘোষণা করা হলেও এখনও প্রতিবাদ চলছে। প্যারিসের পাশাপাশি শাঁস এলিসিতেও সমস্ত কিছু বন্ধ রাখার আবেদন জানিয়েছে প্রশাসন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QIEeTR

December 08, 2018 at 07:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top