ঢাকা, ৩০ ডিসেম্বরঃ রবিবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট। চলবে বিকাল চারটে পর্যন্ত। তারপর শুরু হবে গণনা। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হচ্ছে। প্রার্থীর মৃত্যুর জন্য একটি আসনে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত কোনো বড়ো অশান্তির খবর পাওয়া যায়নি। এই প্রথম স্বশাসিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হচ্ছে বাংলাদেশে। ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামি লিগ ও বিএনপির মধ্যে। ভোটে আওয়ামি লিগ নেতৃত্ব দিচ্ছে ১৪ টি দলের মহাজোটের। আর বিএনপি আছে ২০টি দলের নেতৃত্বে ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক হিসেবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে অশান্তি এড়াতে বাংলাদেশ জুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছেন ৫০ হাজার সেনা-জওয়ান। প্রতিটি ভোটগ্রহণকেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার জন্য মোতায়েন করা হয়েছে এক লক্ষের বেশি পুলিশকর্মী, আনসার বাহিনীর চার লক্ষেরও বেশি সদস্য ও ৪১ হাজার গ্রামরক্ষী। এছাড়া জলপথে নজরদারি চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড। শুধু তাই নয়, শনিবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। রাজধানী ঢাকায় চলছে না কোনো যানবাহন। কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের স্পিড। রাত আটটার পর থেকে ভোটের ফল স্পষ্ট হয়ে যাবে বলে বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QVafsX
December 30, 2018 at 11:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন