বৈষ্ণবনগর ও কালিয়াচকে আটক শতাধিক টোটো

কালিয়াচক, ১৫ ডিসেম্বরঃ বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শতাধিক টোটো সহ চালকদের গ্রেফতার করে। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকায় কয়েক হাজার টোটো রয়েছে। টোটোগুলি গ্রামের রাস্তা ছাড়াও রাজ্য সড়ক ও জাতীয় সড়কে চালানো হয়। অথচ টোটোগুলিকে অনুমোতি দিয়ে থাকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলি। কিন্তু সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই টোটোর চালকরা জাতীয় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। ফলে জাতীয় সড়কে দিনের পর দিন যানজটের সমস্যা বেড়েই চলেছে। এতে নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এমনকি রাজ্য সড়ক ছাড়াও গ্রামের রাস্তাগুলিতেও যানজট নিয়ে তিতি বিরক্ত সাধারণ মানুষ। টোটোর বিরুদ্ধে প্রায় প্রতিদিন অভিযোগ করছেন সাধারণ মানুষ। অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ টোটোর বিরুদ্ধে শুক্রবার ও শনিবার বিশেষ অভিযান চালায়।

কালিয়াচক থানার আইসি সুমন চট্টোপাধ্যায় বলেন, ‘দু’দিনে প্রায় ১০০টি’র বেশি টোটো আটক করা হয়েছে। অপরদিকে, বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাস বলেন, ‘প্রায় ৫০টি টোটো সহ চালকদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।’

সংবাদদাতাঃ সেনাউল হক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RXT5qJ

December 15, 2018 at 03:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top