শ্লীলতাহানির পর থানায় যাওয়ার পথে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ

লখনউ, ৩ ডিসেম্বরঃ শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় যাওয়ার পথে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। জানা গিয়েছে, ওই যুবতি নিজের সঙ্গে হওয়া শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় যাচ্ছিলেন। সেই সময় তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই দুই ব্যক্তি যারা তাঁর শ্লীলতাহানি করেছিল।

গত ২৯ নভেম্বর দুই ব্যক্তি ওই যুবতির শ্লীলতাহানি করে। কোনওরকম তাদের হাত ছাড়িয়ে থানায় যান তিনি। কিন্তু সেখানে অভিযোগ না নিয়ে তাঁকে ফেরত পাঠানো হয়। পুলিশ হেল্পলাইন নম্বরে ফোন করা হলে অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে পুলিশের একটি দল এলেও থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। ১ ডিসেম্বর ফের থানায় যাওয়ার সময় ওই যুবতিকে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আশেপাশের লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সাসপন্ড করা হয়েছে তাম্বোর থানার এসএইচও ওম প্রকাশ এবং হেড কনস্টেবল ছেদিলালকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QavoyP

December 03, 2018 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top