অসমের প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন

গুয়াহাটি, ৫ ডিসেম্বরঃ শুরু হল অসমের প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন। বুধবার ভোটগ্রহণ হচ্ছে ১৬টি প্রশাসনিক জেলায়। ১৪০৭৭টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। বিজেপি-র জোটসঙ্গী অসম গণ পরিষদ পঞ্চায়েত নির্বাচনে পৃথকভাবে লড়ছে। আপাতত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

উত্তর-পূর্ব অসমের ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর, ছারাইডিও, জোড়হাট, মাজুলি, গোলাঘাট, নগাঁও, বিশ্বনাথ, সন্তিপুর, দারাং, মরিগাঁও, কামরূপ মেট্রোতে ভোটগ্রহণ শুরু হচ্ছে। এগুলি ২৭টি নির্বাচনী জেলার অন্তর্ভুক্ত। মোট ১৫,৮৯৯টি পদের জন্য ৪৩৫১৫ জন প্রার্থী ভোটে লড়ছেন। এরমধ্যে ২৫১টি জেলা পরিষদে লড়ছেন ৮৮১ জন প্রার্থী। ১৩০৪টি আঞ্চলিক পঞ্চায়েত কেন্দ্রে ৩৯৩৫ প্রার্থী ময়দানে নেমেছেন। ১৩৪০টি গ্রাম পঞ্চায়েত সভাপতির পদের জন্য ৪৪৯৩ জন প্রার্থী লড়ছেন। ১৩০৪০ গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য লড়ছেন ৩৫৪২৩ জন প্রার্থী।

পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৯ ডিসেম্বর দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন হবে। ১২ ডিসেম্বর হবে ভোটগণণা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E64voD

December 05, 2018 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top