দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নামলেন শ্রমিক-কর্মচারীরা

রায়গঞ্জ, ১৪ ডিসেম্বরঃ আগামী ৮ ও ৯ই জানুয়ারি দেশব্যাপী হতে চলা সাধারণ ধর্মঘটের সমর্থনে শুক্রবার পথে নামলেন শ্রমিক-কর্মচারীরা। কর্ণজোড়া জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা এবং স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে জেলাশাসক মারফত্ দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠালেন ধর্মঘটে সামিল হওয়ার বার্তা।

অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান, শ্রমিকদের নূন্যতম ১৮০০০ টাকা বেতন এবং ৬০০০ টাকা পেনশন সুনিশ্চিত করা প্রভৃতি দাবিদাওয়া নিয়ে জানুয়ারিতে হতে চলেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে দু-দিন ব্যাপী সাধারন ধর্মঘট। সেই ধর্মঘটকে সফল করতে শুরু হয়েছে প্রচার। পাশাপাশি জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সভা করেন ৮টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা শাসকের কাছে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন সিআইটিইউ-র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, সভাপতি পরিতোষ দেবনাথ, আইএনটিইউসি নেতা শ্যামলেশ ঘোষ, ইউটিইউসি জেলা সম্পাদক সুনীল সরকার, এআইসিসিটিইউ জেলা সম্পাদক গনেশ সরকার প্রমুখ। সিআইটিইউ-র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘দেশজুড়ে শ্রমিক-কর্মচারীদের উপর নেমে এসেছে ভয়াবহ সংকট। কেন্দ্রের জনবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে শ্রমজীবি মানুষকে। তাই তারা সামিল হতে চলেছেন ধর্মঘটে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EhWb5b

December 14, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top