ঢাকা, ২৮ ডিসেম্বর- ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগল। ২০১৮ সালের সেরা একাদশ নির্বাচন করেছেন। বিখ্যাত এই ক্রিকেট বিশ্লেষকের পছন্দের একাদশে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। হার্শার সেরা একাদশে ওপেনার হিসেবে স্থান পেয়েছেন তার স্বদেশি রোহিত শর্মা ও শিখ ধাওয়ান। তিনে রেখেছেন তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তারপরই আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। উইকেটকিপার হিসেবে হার্শার পছন্দ আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলার। আর অল রাউন্ডার আছেন দুইজন। একজন বাংলাদেশের সাকিব। অন্যজন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। স্পিনার হিসেবে ভোগলের দলে আছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদিপ যাদব। পেসার হিসেবে ভারতের জসপ্রিত বুমরাহর সাথে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ২০১৮ সালে ভোগলের সেরা একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কুলদিপ যাদব, কাগিসো রাবাদা, জসপ্রিত বুমরাহ। আর/০৮:১৪/২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EOv3uO
December 28, 2018 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top