বিশেষভাবে সক্ষম যুবককে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

লখনউ, ২৬ ডিসেম্বরঃ বিশেষভাবে সক্ষম এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। সেই রাজ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলতেই বিশেষভাবে সক্ষম ওই যুবককে লাঠিপেটা করার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা মহম্মদ মিয়ার বিরুদ্ধে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্কের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয় ওই নেতা এসডিএম অফিসের সামনে এক বিশেষভাবে সক্ষম যুবককে লাঠি দিয়ে মারছেন। ওই যুবকের অপরাধ তিনি প্রকাশ্যে উত্তরপ্রদেশের শাসকদল বিজেপি’‌র বিরুদ্ধে কথা বলেছিলেন। পাশাপাশি আগামী ভোটে অখিলেশ যাদবের দলকে ভোট দেবেন বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু স্বাধীন গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের অধিকার সকলের রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও এই ঘটনায় ওই নেতা নিজের ভুল স্বীকার করে নিয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, ওই ব্যক্তির কথা শুনে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এইকাজ করেছেন। প্রকাশ্যে ক্ষমা চাইতেও রাজি রয়েছেন তিনি। যদিও ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে মুখ খোলেননি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ET2aym

December 26, 2018 at 05:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top