হোয়াটসঅ্যাপে গুজবের জের, ভ্যাকসিনেশন বন্ধ করল কয়েকশো মাদ্রাসা

লখনউ, ২১ ডিসেম্বরঃ হোয়াটসঅ্যাপে ছড়ানো গুজবের জেরে এবার ভ্যাকসিনেশনে নারাজ পশ্চিম উত্তরপ্রদেশের কয়েকশো মাদ্রাসা। স্কুলে এসে পড়ুয়াদের মিজলস এবং রুবেলা ভ্যাকসিন দেওয়ার অনুমতি তারা দিল না স্বাস্থ্য দপ্তরকে। শুধুমাত্র মিরাটেই ২৭২টি মাদ্রাসার মধ্যে ৭০টি মাদ্রাসা স্কুলের ভিতরে স্বাস্থ্য আধিকারিকদের ঢোকার অনুমতি দেয়নি। মিরাটের জেলা টিকাদান আধিকারিক বিশ্বাস চৌধুরি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ঘুরছে যেখানে বলা হয়েছে টিকা দিলে পড়ুয়ারা ইমপোটেন্ট হয়ে যাবে।

সাহারানপুরের প্রধান মেডিকাল অফিসার ডা বি এস সোদি বলেছেন, ‘কোনও কোনও স্কুল তো পড়ুয়াদের স্পষ্ট বলে দিয়েছে ভ্যাকসিনেশনের দিন স্কুলে না আসতে। এই ভয় কাটাতে আমরা বিশেষ সচেতনতা ড্রাইভ শুরু করেছি।’ তবে শুধু মিরাট নয়, ভ্যাকসিনেশনে চরম আপত্তি জানিয়েছে বিজনোর এবং মোরাদাবাদ। বিজনোরের সিএমও ডা. রাকেশ মিত্তল জানিয়েছেন, ‘বিজনোরের জেলা শাসক প্রত্যেক ধর্মীয় প্রধানদের সঙ্গে বৈঠকেও বসবেন এই সমস্যার সমাধান বের করার জন্যে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LsCyJ3

December 21, 2018 at 03:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top