সামসী,৮ ডিসেম্বরঃ জমি বিবাদের জেরে দু’পক্ষের হাতাহাতিতে জখম চার। শনিবার সকাল ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচল ২ ব্লকের জালালপুর জিপির দক্ষিণ দামাইপুর গ্রামে। ঘটনার জেরে জখম চার। দুই পক্ষই চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ দুই পক্ষের মোট তিনজনকে আটক করেছে।
জানা গিয়েছে, ১৬ কাঠা জমি নিয়ে বিবাদ। ওই বিতর্কিত জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দামাইপুর গ্রামের বাসিন্দা সম্পর্কে কাকা ও ভাইপো এস্তাব আলি ও সানাউল্লাহ। এদের মধ্যে ১৬ কাঠা জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। দু’পক্ষই এই জমির মালিকানা দাবি করে আসছে। এনিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভা হলেও সমাধান হয়নি।
ওই বিতর্কিত জমির এক অংশে বাঁশঝাড় রয়েছে। শনিবার সকালে এস্তাবের এক ভাইপো হেফজুর আলি ওই জমির বাঁশ কাটতে শুরু করে। বিষয়টি সানাউল্লাহদের নজরে আসে। সানাউল্লাহ নিজে গিয়েই হেফজুরকে বাঁশ কাটতে বারণ করেন। কিন্তু সে বারণ শোনেনি। এনিয়ে দুই পক্ষের মধ্যে লাঠি নিয়ে ব্যাপক গন্ডগোল শুরু হয়। ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দু’পক্ষের জখম চারজনকে উদ্ধার করে মালতীপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
চাঁচল এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, ‘অভিযোগ পেয়েছি। মারপিটের ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংবাদদাতাঃ মুরতুজ আলম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2B3gb8f
December 08, 2018 at 06:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন