শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল ক্ষতিপূরণ

তুফানগঞ্জ, ৬ নভেম্বরঃ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েত এবং তুফানগঞ্জ ১ ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে ক্ষতিপূরণ স্বরূপ চেক বিলি করা হয়। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের মৎস ও প্রানী সম্পদ দপ্তরের কর্মাধক্ষ্য জগদীশ বর্মন, জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ, চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সুস্মিতা রায় মণ্ডল, তুফানগঞ্জ ১ ব্লক সহ কৃষি অধিকর্তা ঋতম সাহা প্রমুখ। প্রত্যেকের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয়েছে টাকার পরিমাণ। জানা গিয়েছে, এদিন ১৭১৭ জনকে প্রায় ১ কোটি ৪ লক্ষ ৬৮ হাজার টাকা দেওয়া হয়। এই চেক পেয়ে খুশি কৃষকরা।

সংবাদদাতাঃ রাজীব বসাক

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KZVFKp

December 06, 2018 at 08:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top