জয়পুর, ১৮ ডিসেম্বরঃ ৮.৪০ কোটিতে নিলামে বিক্রি হলেন তামিলনাড়ুর স্পিনার বরুণ চক্রবর্তী। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। মঙ্গলবারের আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঘরোয়া ক্রিকেটে ‘মিস্ট্রি স্পিনার’ নামে পরিচিত বরুণ। বরুণকে দলে নিতে সফল হয়েছেন কিংস ইলেভন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা।
বরুনের পাশাপাশি ৮.৪০ কোটি টাকায় বিক্রি হয়েছেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকট। কিনেছে রাজস্থান রয়্যালস।
তবে অবিক্রিত থেকে গিয়েছেন প্রাক্তন বিশ্বকাপার যুবরাজ সিংকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। বেস প্রাইজ ছিল ১ কোটি টাকা। যুবরাজের পাশাপাশি অবিক্রিত থেকে গিয়েছেন হাসিম আমলা, চেতেশ্বর পূজারা, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, শন মার্স, ডেল স্টেইন, উসমান খাওয়াজার মতো তারকা ক্রিকেটাররাও।
কলিন ইনগ্রামকে ৬.৬০ কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি। ২ কোটিতে লাসিথ মালিঙ্গাকে ফের কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। শিবম দুবেকে ২০ লক্ষের বেস প্রাইজ থেকে ৫ কোটি টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
মহম্মদ সামিকে ৪.৮০ কোটিতে নিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমানকে ফের ১.২০ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স। মনোজ তিওয়ারি ও ঈশান পোড়েল কোনো দল পাননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2T1cEyT
December 18, 2018 at 08:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন