বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি দলীয় প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশগ্রহন করেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সিলেট-২ আসনের ২০দলীয় জোটের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা মনোনয়ন স্থগিত করেন হাইকোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদীর লুনার করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এমন খবরে বিএনপি নেতাকর্মীর মধ্যে হতাশ বিবাজ করে। অনেকেই হতাশ হয়ে পড়েন। এমন খবর মেনে নিতে নারাজ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা নির্বাচনে অংশগ্রহন না করলে বিশ্বনাথ বিএনপি ভোট বর্জন করবে না অন্য প্রার্থীকে সর্মথন জানাবে এনিয়ে শুরু হয়েছে উপজেলা জুড়ো আলোচনা। তবে এরজন্য আরো দুই-তিনদিন অপেক্ষা করতে হবে এমটাই জানিয়েছে বিএনপির একাধিক নেতা।
জানাগেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষনার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। গত ২ ডিসেম্বর সিলেট জেলা রির্টানিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ১২জন প্রার্থীর মধ্যে ৩জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুইজন প্রার্থী। এরপর উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পান দুই স্বতন্ত্র প্রার্থী। তবে এই আসনটি জাতীয় পার্টিকে এবারো ছাড় দেওয়ায় আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৮ নভেম্বর। ঐদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ও উপজেলা সহকারি রির্টানিং অফিসারের কাছে একে একে আনন্দ মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গত ১০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। প্রতিক পাওয়ার পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারনায় কোমর বেধে মাঠে নামেন। প্রতিদিন প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়ান। প্রার্থীরা নির্বাচনের প্রতিক পাওয়ার পর মাঠে ছিল তাদের সরব উপস্থিতি। প্রতিদিন ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। প্রার্থীদের মধ্যে ছিল খুবই আন্তরিকতা। নির্বাচন প্রচার-প্রচারনাকালে কোনো প্রার্থী কেউ কাহার বিরুদ্ধে কোনো বক্তব্যে দেননি বলে এলাকাবাসী জানান। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ২০দলীয় জোটের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিত করার খবর আসে। মূহুর্তের মধ্যে খবরটি সিলেট-২ আসনের প্রতিটি এলাকায় জড়িয়ে পড়ে।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদের বিএনপির প্রার্থী ধীনের শীষ নিয়ে এ আসনে নির্বাচন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তবে এখন দলীয়ভাবে ভোট বর্জন কিংবা অন্যকোনো প্রার্থীকে সর্মথনের বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তবে আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার সিন্ধান্ত মোতাবেক কাজ করা হবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র করে আমাদের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ভাবিকে নির্বাচন থেকে সরানোর চেষ্ঠা চলছে। তবে আইনিভাবে এর মোকাবেলা করা হবে। বর্তমানে ভোট বর্জন বা অন্য প্রার্থীকে সর্মথনের বিষয়ে কোনো সিন্ধান্ত হয়নি বলে তিনি জানান।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, এমপি এহিয়া চৌধুরী বিনাভোটে ফের এমপি হওয়ার স্বপ্ন দেখছে। বিশ্বনাবাসী এহিয়া চৌধুরী সেই স্বপ্নপূরণ হতে দেবেনা। আইনিভাবে আমরা লড়াই করে যাব। কাউকে সর্মথনের বিষয়টি এখনও বলা যাচ্ছেনা। তবে নেত্রী তাহসিনা রুশদীর লুনার মতামতের ভিত্তিত্বে সিন্ধান্ত নেয়া হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2A8QnYH
December 19, 2018 at 05:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন