পেঁয়াজ বিক্রির টাকা মোদিকে পাঠালেন কৃষক

মুম্বই, ৩ নভেম্বরঃ কৃষকদের পিঠ যে দেয়ালে ঠেকে গিয়েছে, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন নাসিকের কৃষক সঞ্জয় শাঠে। চার মাস ধরে শ্রম ও অর্থ খরচ করে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। ফলনও খারাপ হয়নি। অথচ তীরে এসে তরি ডুবেছে তাঁর। জলের দলে পেয়াঁজ বেচতে হয়েছে তাঁকে। কেজি প্রতি পেঁয়াজের দর দেড় টাকার বেশি ওঠেনি। ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে তিনি পেয়ছেন মাত্র ১০৬৪ টাকা৷ সেই ক্ষোভে সব টাকাই সঞ্জয় দান করেছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। অথচ এই সঞ্জয়ই প্রযুক্তির সাহায্যে প্রায় কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। নিদের উদ্ভাবনী ক্ষমতার গল্প শুনিয়ে প্রশংসা পেয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। আট বছর আগে দেশের কৃষি সাফল্য তুলে ধরতে কেন্দ্রের বিজেপি সরকারই সঞ্জয়কে মুখোমুখি করে দিয়েছিল ওবামার।

সঞ্জয় কৃষকদের দুর্দশার কথা জানাতে গিয়েও স্বাক্ষর রাখলেন নিজের উদ্ভাবনী শক্তির। নাসিকের নিফাদ তহশিলের বাসিন্দা সঞ্জয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়েছিলাম। কিন্তু যে দাম পেলাম, তা দিয়ে ক’দিন সংসার চলবে? তাই রাগে-দুঃখে সব টাকাটাই প্রধানমন্ত্রীকে পাঠিয়েছি। মানি অর্ডার করতে খরচ হয়েছে ৫৪ টাকা।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FUe3VW

December 03, 2018 at 10:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top