চাঁচল, ৩০ ডিসেম্বরঃ সরকারি টেলিকম সংস্থার যন্ত্রাংশ লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মালদার চাঁচলের পাহাড়পুরে বি.এস.এন.এল. -এর কার্যালয়ে।
জানা গিয়েছে, এদিন রাতে নৈশ প্রহরীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর হাত পা বেঁধে রেখে কার্যালেয়ের একাধিক ঘরের তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতিরা। লুট করা হয়েছে ১৬টি ব্যাটারি যার মোট বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। নৈশপ্রহরী বিকাশ চন্দ্র মন্ডল বলেন, ‘দুষ্কৃতিরা কার্যালয়ের ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। কয়েকজন মিলে আমার হাত পা বেঁধে কার্যালয়ের চাবি ছিনিয়ে নেয়। প্রায় ৯ জন দুষ্কৃতি ছিল। দপ্তরের পেছনের ভাঙ্গা অবস্থায় থাকা সীমানা প্রাচীর দিয়ে ভেতরে প্রবেশ করে তারা।’ সংস্থার জুনিয়র টেলিকম অফিসার অশোক কুমার নায়েক বলেন, ‘দপ্তর থেকে আরও কিছু খোয়া গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। রাত তিনটে নাগাদ পুলিশ এসে ঘটনাস্থল পর্যবেক্ষন করে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RpUgCy
December 30, 2018 at 12:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন