ঢাকা, ২৯ ডিসেম্বরঃ আগামীকাল বাংলাদেশের ১১তম জাতীয় নির্বাচন। এর জন্য ৩৮৯টি উপজেলায় ২ জানুয়ারি পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাটো করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোট ছয় লক্ষ পুলিশ, সেনা এবং অন্যান্য নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা দেশের মোট ৪০,০০০ নির্বাচনী বুথে পাহারা দেবে তারা।
ভোটের আগে ও পরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেছেন।
আজ মাঝরাত থেকে আগামীকাল মাঝরাত পর্যন্ত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা পুলিশ জানিয়েছে, যাতায়াতকারীদের নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অনলাইনের মাধ্যমে গুজব ছড়ানোর ঘটনা রুখতে নজর রাখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AjrPwo
December 29, 2018 at 05:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন