বুলন্দশহর কাণ্ডে জওয়ানকে হেপাজতে নিল পুলিশ

লখনউ, ৯ ডিসেম্বরঃ বুলন্দশহরে পুলিশ আধিকারিক খুনের ঘটনায় অভিযুক্ত সেনা জওয়ানকে পুলিশের হাতে তুলে দিল রাষ্ট্রীয় রাইফেলস। শনিবার ওই জওয়ানকে তদন্তের জন্য উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এর হেপাজতে পাঠানো হয়। জিতেন্দ্র মালিক ওরফে জিতু ফৌজি নামে ওই জওয়ান কাশ্মীরে কর্মরত ছিলেন। পুলিশের অনুমান, ওই জওয়ানকে জেরা করে সেদিনের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। পুলিশ আধিকারিক সুবোধকুমার সিংকে কে খুন করেছে, তার তথ্যও ওই জওয়ানের কাছ থেকে পাওয়া যেতে পারে বলে অনুমান পুলিশের। গোরুর দেহাংশ মেলা নিয়ে সোমবার উত্তেজনা ছড়ায় বুলন্দশহরে। থানার সামনে উন্মত্ত জনতার তাণ্ডবের মধ্যে গুলিতে প্রাণ হারান পুলিশ আধিকারিক সুবোধের। গুলিতে নিহত হয়েছেন আরও এক যুবক। সেদিনের ঘটনার বিভিন্ন ভিডিয়ো ফুটেজ দেখে পুলিশ ওই জিতেন্দ্রর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে। ঘটনার পর থেকে এলাকাও ছাড়েন তিনি। তারপর থেকেই জওয়ানের খোঁজে তল্লাশি শুরু হয়। কাশ্মীরেও যায় পুলিশের টিম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RS7jcE

December 09, 2018 at 11:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top