নয়াদিল্লি, ২১ ডিসেম্বরঃ কংগ্রেসের সঙ্গে যুক্ত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের দিল্লি অফিস খালি করার নির্দেশ দিল আদালত। এই সংবাদপত্রের মালিক অ্যাসোসিয়েটেড জার্নাল নামে একটি সংস্থা। তাদেরই ওই অফিস ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। এ বছরের ৩০ অক্টোবর সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে ৫৬ বছরের পুরনো লাইসেন্স খারিজ করে দেয়। তার বিরুদ্ধেই আদালতে মামলা করে মালিক সংস্থা। কিন্তু দিল্লি হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আফিস ঘর ছেড়ে দিতে হবে।
অফিস ঘর খালি করার নির্দেশের সঙ্গে সঙ্গে ন্যাশনাল হেরাল্ড মামলা নতুন মোড় নেয়। দীর্ঘদিন ধরেই এই সংবাদপত্রকে সামনে রেখে কংগ্রেস এবং গান্ধি পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে বিজেপি। বিজেপি নেতারা এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং তাঁর মা সোনিয়া গান্ধিকে কাঠগড়ায় তোলেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে এই পত্রিকার পথ চলা শুরু হয়। তবে এই পত্রিকা প্রকাশের সময় নেহরু প্রধানমন্ত্রী হননি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2V4bq7Q
December 21, 2018 at 08:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন