অগ্নি ৪-র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

বালাসোর, ২৩ ডিসেম্বরঃ নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৪-র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল। রবিবার সকাল সাড়ে ৮টায় ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই উৎক্ষেপণ করা হয়। এই মিসাইল ৪০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম। মিসাইলটির দৈর্ঘ্য ২০ মিটার, ওজন ১৭ টন। মিসাইল সম্পূর্ণ দেশীয় ও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

২০১৪ সালের ২০ জানুয়ারি অগ্নি ৪-র প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। মিসাইলটি রিং লেজার জাইরো ও রকেট মোটর সহযোগে তৈরি করা হয়েছে।

অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ এবং পৃথ্বী ব্যালিস্টিক মিসাইল ইতিমধ্যে ভারতীয় সেনাকে অর্পণ করা হয়েছে। অগ্নি মিসাইল ১ টন ওজনের নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EFOPIK

December 23, 2018 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top