মুখ্যমন্ত্রীর কবিতা এবার স্কুলের পাঠ্যবইতে

কলকাতা, ৩০ ডিসেম্বরঃ সেফ ড্রাইভ, সেভ লাইফ  কর্মসূচীতে যে গান প্রায়শই শোনা যায়, সেই গান এবার কবিতার আকারে স্থান পাচ্ছে স্কুলে পাঠ্যবইতে। গানটির লেখিকা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে মমতার কবিতা পড়ানো হবে। স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, “সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী। তাই তাঁর কবিতা স্কুলপাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”  প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পথনিরাপত্তা বিষয়টি শেখানোর উপর জোর দিয়েছে সরকার। পুলিশ যাতে স্কুলে গিয়ে পথ নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয় তা নিশ্চিত করবে প্রশাসন।  স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কী পড়ানো হবে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের জন্য একটি বই তৈরি করেছে। নতুন বছরে বইটি কলকাতা-সহ সব জেলায় পাঠানো হবে। সেই বইতে মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।  মমতার কথা ও সুরে আছে কন্যাশ্রী প্রকল্পের থিম সংগীত। সেটিও স্কুল পাঠ্যে রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Srz2kR

December 30, 2018 at 11:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top