নয়াদিল্লি, ২২ ডিসেম্বরঃ ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। বর্ষীয়ান আইনজীবী এইচএস ফুলকা, যিনি নিহত শিখদের হয়ে মামলা লড়ছিলেন, তিনি জানান, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে যে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সজ্জন কুমার। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির রাজ নগরের একই পরিবারের পাঁচজন শিখকে হত্যা ও একটি গুরুদোয়ার জ্বালিয়ে দেওয়ার অভিযোগে গত সোমবার দিল্লি হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় সজ্জন কুমারকে।
শুক্রবার সজ্জন কুমার হাইকোর্টকে আত্মসমর্পণ করার সময়সীমা আরেকটু বাড়ানোর জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ খারিজ করে দেয় আদালত।
হাইকোর্টের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরেই দলীয় সভাপতি রাহুল গান্ধিকে চিঠি দিয়ে সজ্জন কুমার কংগ্রেস থেকে বেরিয়ে যান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2R7V7aT
December 22, 2018 at 08:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন