সান ফ্রান্সিসকো, ১২ ডিসেম্বরঃ মঙ্গলবার বিকেলে আচমকাই বোমাতঙ্কের খবর ছড়ায় ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে স্যান ফ্রান্সিসকোর কাছে সিলিকন ভ্যালিতে ফেসবুকের হেডকোয়ার্টারে। স্থানীয় সময় বিকের ৪.৩০ মিনিট নাগাদ ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড। এরপরই ফাঁকা করে দেওয়া হয় ওই এলাকায় অবস্থিত ফেসবুকের বেশ কয়েকটি বিল্ডিং। কারণ তখনও স্পষ্ট ছিল না, কোন বিল্ডিংয়ে বোমা রয়েছে। যদিও মেনলো পার্ক পুলিশের তরফে জানানো হয়, ২০০ জেফারসন ড্রাইভের বিল্ডিংটি খালি করে দেওয়া হয়। সেখানকার কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরই বম্ব স্কোয়াড গোটা বিল্ডিংয়ে তল্লাশি শুরু করে। রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজির পরও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি বলে খবর।
মেনলো পার্ক পুলিশের মুখপাত্র নিকোল এসার একটি ই মেলের মাধ্যমে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ‘এমন খবর পাওয়ার পর কয়েকটি বিল্ডিং খালি করে দেওয়া হয়। সকলেই নিরাপদে রয়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’ তবে এই আতঙ্ক ছড়ানোর পিছনে কোনও বড়সড় ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ep9TnD
December 12, 2018 at 12:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন