প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কলকাতা, ২৫ ডিসেম্বরঃ প্রয়াত হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা ২৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অসুস্থতা নিয়ে চলতি মাসের ৯ তারিখ হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

১৯২৪ সালের ১৯ অক্টোবর অবিভক্ত ভারতের ফরিদপুরে তাঁর জন্ম হয়। ১৯৩০ সালে কলকাতায় চলে আসেন তিনি। ১৯৫৪ সালে প্রকাশ পায় তাঁর প্রথম কবিতার বই ‘নীল নির্জন’। তার পর একে একে প্রকাশ পায় ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’ ইত্যাদি। ১৯৭৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। ১৯৯০-এ বিশ্ব কবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RltrQ0

December 25, 2018 at 01:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top