হোয়াটসঅ্যাপ-এর নতুন ভার্সানে ভিডিয়ো কলিং আরও সহজ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ-এ চালু হয়েছে গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা। এ বার আরও নতুন অপশন সংযোজিত হচ্ছে তার সঙ্গে। মাত্র একটি বাটন ক্লিক করে গ্রুপ কল করা যাবে এবার থেকে। পাশাপাশি একাধিক ভয়েস মেসেজ প্লে করার ফিচারও যুক্ত করা হয়েছে। নতুন ভার্সান আপডেট করলেই মিলবে এই বিশেষ সুবিধা।

এই আপডেট করালে ইউজাররা নতুন চ্যাট উইন্ডোর মধ্যে গ্রুপের নামের পাশে একটি কল বাটন দেখতে পাবেন। এই গ্রুপ কল বাটনে ট্যাপ করলেই খুলে যাবে একটি তালিকা। এই তালিকায় গ্রুপের সব সদস্যকে দেখা যাবে। এই তালিকা থেকে যাদের গ্রুপ কলে নিতে চান তাঁদের সিলেক্ট করে কল বাটনে ট্যাপ করলেই গ্রুপ কল চালু হয়ে যাবে। তবে গ্রুপে সে সব সদস্যদের নম্বর ফোনে সেভ করা রয়েছে, শুধুমাত্র সেই সদস্যদের মধ্যে সর্বোচ্চ তিন জনকে বেছে নেওয়া যাবে। একটি গ্রুপ কলে তিনজনের বেশি গ্রাহককে নেওয়া যাবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ei6NRj

December 12, 2018 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top