ঢাকা, ৩১ ডিসেম্বর- একটা সময় এই বাংলাদেশের ক্রিকেট নিয়েই তুচ্ছ-তাচ্ছিল্য করতো অস্ট্রেলিয়া। এখন বাংলাদেশের ক্রিকেটাররা স্থান পাচ্ছেন বিশ্বসেরা একাদশেও। খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া বিদায়ী বছরের একটি সেরা একাদশ তৈরি করেছে, যেখানে তারা স্থান দিয়েছে বাংলাদেশের একজন ক্রিকেটারকে। কে সেই ক্রিকেটার? তিনি আর কেউ নন, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বসেরা এই একাদশে ক্রিকেট অস্ট্রেলিয়া ওপেনার হিসেবে বেছে নিয়েছে ভারতের রোহিত শর্মা এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে। তিন ও চার নাম্বার জায়গাটি অনুমিতভাবেই ইংল্যান্ডের জো রুট এবং ভারতের বিরাট কোহলির দখলে। পাঁচে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান সিমরন হেটমায়ার। ছয়ে ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। সাতে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। স্পিনার কোটায় আছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান আর ভারতের চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। পেস বোলিংয়ে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি হিসেবে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ২০১৮ সালে বাংলাদেশের হয়ে ১৮টি ওয়ানডে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২১.৭২ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। ইকোনমি ছিল ৪.২। সেরা বোলিং ৪৩ রানে ৪ উইকেট। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৩১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QbmNqH
December 31, 2018 at 08:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন