শপথ নিয়েই কৃষি ঋণ মকুবের ঘোষণা কমল নাথের

ভোপাল, ১৭ ডিসেম্বরঃ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কৃষি ঋণ মকুবের ফাইলে সই করলেন কমল নাথ। ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

সোমবার ভোপাল লাল প্যারেড গ্রাউন্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কমল নাথ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, দিগ্বিজয় সিং, মল্লিকার্জুন খাড়গে, ফারুক আবদুল্লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ অন্যরাও।

প্রসঙ্গত, ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুব করা হবে। এই প্রতিশ্রুতি দিয়েই মধ্যপ্রদেশে প্রচার চালিয়েছিল কংগ্রেস। আর সাফল্যের পরই দলের প্রতিশ্রুতি মতো কৃষি ঋণ মকুবের ফাইলে সই করলেন কমল নাথ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ChaV2O

December 17, 2018 at 08:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top