দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন

তিরুবনন্তপুরম, ২২ ডিসেম্বরঃ দীর্ঘ দিনের বন্ধু ও কলেজের সতীর্থ চারুলথার সঙ্গে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু বিশ্বনাথ স্যামসন। পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার তিরুবনন্তপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঞ্জু। বিয়ের অনুষ্ঠানটি ছিল ছোট্ট। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘনিষ্ট বন্ধুরা। ২৪ বছর বয়সী উইকেট-কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন কেরলের রঞ্জি দলের নিয়মিত সদস্য। আইপিএল-এর রাজস্থান দলেও রয়েছেন তিনি। চারুলথা এই মুহূর্তে হিউম্যান রিসোর্স নিয়ে তাঁর পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। বিয়েতে সেজেছিলেন হলুদ কূর্তা ও ধুতি পরেছিলেন সঞ্জু। পরিবারের আশির্বাদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে গাঁটছঁড়া বাঁধতে পেরে খুশি বলে জানান সঞ্জু।

২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটু টি২০ ম্যাচ খেলেছিলেন তিনি। যেখানে তিনি ১৯ রান করেছিলেন। আইপিএলে এই ক্রিকেটারের অভিষেক হয়েছিল ২০১৩ সালে। ২০১৩-র আইপিএল-এ সেরা ইয়ং প্লেয়ারও হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত তিনি ৮১টি ম্যাচ খেলেছেন। করেছেন ১৮৬৭ রান। স্ট্রাইকরেট ১২৭।

সঞ্জু আইপিএল-এ দিল্লি ও কলকাতার হয়েও খেলেছেন। এখন রয়েছেন রাজস্থানে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SaOp0W

December 22, 2018 at 07:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top