ঢাকা, ০২ ডিসেম্বর- প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়। প্রথমবারের মতো উইন্ডিজদের দুইবার সাদা পোশাকে হোয়াইটওয়াশ করার গৌরব। এসব ছাড়িয়ে রেকর্ড বই বলছে, দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষের ৪০টি উইকেটই স্পিনাররা তুলে নেওয়ার রেকর্ডের একমাত্র মালিক এখন টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে উইন্ডিজদের বিপক্ষে একমাত্র পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান সুযোগ পান মাত্র ৪ ওভার বল করার। কিন্তু সেখানে পাননি কোনো উইকেট। স্পিন বান্ধব সেই পিচে তাইজুল ইসলাম একাই তুলে নেন ৭ উইকেট। সে টেস্টে অভিষেক হওয়া নাঈম ইসলাম প্রথম ইনিংসে পান রেকর্ড ৫ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেটের দেখা পানিনি। অধিনায়ক সাকিব আল হাসান তুলে নেন মোট ৫ উইকেট। আরেক স্পিনার মেজেদি হাসান মিরাজ পান ৩ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরাজ একাই ১১৭ রানের বিনিময়ে তুলে নেন ১২ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা অর্জন। সাকিব নেন ৪ উইকেট। উইন্দিজদের প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তাইজুল পান ৩ উইকেট ও নাঈম পান একটি উইকেট। প্রথমবারের মতো বাংলাদেশ পায় ইনিংস ব্যবধানে জয়। রোববার (০২ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল উন্ডিজদের বিপক্ষে এক ইনিংস ও ১৮৪ রানের ঐতিহাসিক জয় পেয়েছে। এমএ/ ০৩:২২/ ০২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E7oHHf
December 02, 2018 at 09:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন