আইএস জঙ্গিরা ‘পরাজিত’, তাই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার ট্রাম্পের

ওয়াশিংটন, ২০ ডিসেম্বরঃ এক সময় তাদের নারকীয় অত্যাচারে সন্ত্রস্ত ছিল গোটা পৃথিবী। প্রথম বিশ্বের দেশগুলিকে কাঁপুনি ধরানো সেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে ‘পরাজিত’ বলে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইএসের আঁতুড় সিরিয়া থেকে তাই মার্কিন সেনা প্রত্যাহার করে নিচ্ছেন ট্রাম্প। তাঁর দাবি, সিরিয়ায় পরাজয় হয়েছে আইএসের। তাই সে দেশে মোতায়েন সেনাদের দেশে ফিরিয়ে আনা হবে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌথবাহিনীতে রয়েছে প্রায় ২ হাজার মার্কিন সেনা। শুধু আইএস নয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের সমর্থক বিভিন্ন সংগঠনের সঙ্গেও লড়াই হয়েছে মার্কিন সেনার। যৌথবাহিনীর আক্রমণে সিরিয়ায় আইএস ঘাঁটি রাক্কা ও ইদলিব এখন জঙ্গিমুক্ত। তবে বিশেষজ্ঞদের মতে, মধ্য এশিয়ায় এখনও যথেষ্ট প্রভাবশালী আইএস। তাই এখনই মার্কিন সেনাদের ফিরিয়ে আনা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থাকছে তবে কবে থেকে সেনা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন।  আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মার্কিন সেনা চলে গেলে সিরিয়ায় আরও প্রভাবশালী হয়ে উঠবে রাশিয়া ও ইরান। মার্কিন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইজরায়েলও। সে দেশের সীমান্তের কাছে রুশ সেনার গতিবিধি বেড়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, যে কোনও পরিস্থিতিতে নিজেকে রক্ষা করবে ইজরায়েল। সব মিলিয়ে এই মুহূর্তে সিরিয়া নিয়ে তুঙ্গে জল্পনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PQkTvE

December 20, 2018 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top