চাঁচল, ২৩ ডিসেম্বরঃ ধান কেনা নিয়ে ফড়েরাজের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সরকারি ধান বিক্রয় কেন্দ্রে গেলে কৃষকেরা নিজেরাই সরাসরি নিজের ধান বিক্রি করতে পারবেন। কৃষকেরা যাতে নিজের ধান নিজেই বিক্রি করে সরাসরি চেক নিতে পারেন সেই উদ্যোগই নেওয়া হয়েছে। কৃষকদের সচেতন করতেই তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ফড়েদের রুখতে সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে সব সময়। কৃষক যেন কোন ভাবেই প্রতারিত না হন তা দেখা হচ্ছে। ফড়েরাজ রুখতে প্রতারকদের গ্রেফতারও করা হচ্ছে। এছাড়া ধলতা দেখিয়ে কৃষককে যেন শোষণ না করা হয় তার দিকেও থাকছে নজর। আজ চাঁচলে কৃষি মেলার উদ্বোধনে অংশ নেন কৃষিমন্ত্রী। সেখানেই কৃষকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। মঞ্চে চাষিদের হাতে কিষান ক্রেডিট কার্ড ও মাছের চারাপোনাও তুলে দেন মন্ত্রী। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে মেলা। মেলায় কৃষি ও কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য, কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা সভাও থাকছে এই মেলায়।
সংবাদদাতাঃ বাপি কুমার দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EKNBgm
December 23, 2018 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন