মুম্বই, ৬ ডিসেম্বরঃ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত লড়তে পারেন বিজেপি-র হয়ে। পুনে লোকসভা নির্বাচনী এলাকা থেকে ভোটের টিকিটে তিনি লড়তে পারেন বলে চলছে জোড় গুঞ্জন। দলের ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর রয়েছে।
এ বছরের জুন মাসে, বিজেপির প্রধান অমিত শাহ মুম্বইয়ে মাধুরী দীক্ষিতের বাসভবনেই ‘সমর্থনের জন্য সম্পর্ক’ অনুষ্ঠানের সময় দেখা করেন এবং নরেন্দ্র মোদি সরকারের সাফল্য সম্পর্কে তাঁর সঙ্গে আলোচনাও করেন।
বিজেপির এক শীর্ষস্থানীয় রাজ্য বিজেপি নেতা পিটিআইকে জানান, পুনের লোকসভা আসনের জন্য এই অভিনেত্রীর নাম বাছাই হয়েছে। তিনি বলেন, ‘দল ২০১৯ সালের সাধারণ নির্বাচনে মাধুরী দীক্ষিতকে প্রার্থীপদ দেওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আমরা মনে করছি, পুনে লোকসভা কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী লড়াই সব থেকে লাভজনক হবে।’
৫১ বছর বয়সী মাধুরী তাঁর গুনের জন্য এমনিই সব বয়সীদের মন জয় করে নিয়েছেন। এবার রাজনীতিতে তিনি কতটা সফল হন সেটাই দেখার।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের কাছ থেকে পুনে লোকসভা আসন ছিনিয়ে নেয় বিজেপি। এই আসন থেকে অনিল শিরোলে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হন।
বিজেপির এক শীর্ষনেতা বলেন, ‘দলে যত নতুন মুখ আসবে তত সমালোচনা কমবে। এতে বিরোধী দল হতাশ হয়ে পড়বে এবং বিজেপি সর্বোচ্চ আসন জিততে পারবে এবং ক্ষমতা বজায় রাখতে সহায়ক হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EeJhFX
December 06, 2018 at 10:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন