আলিপুরদুয়ার, ২১ ডিসেম্বরঃ আলিপুরদুয়ারে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বছর ১৪-র এক নাবালকের। মৃতের নাম রাজা সরকার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশন চত্বরে। ঘটনার পরই ট্রেন আটকে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল নেতৃত্ব। দু’ঘণ্টা চলে বিক্ষোভ। এর জেরে দুটি ট্রেন আটকে যায়। এরপর জিআরপিএফ ও আরপিএফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে দেওয়া হয়। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
অভিযোগ, টাকার বিনিময়ে কয়েকজন নাবালককে দিয়ে কাজ করাত রেলের ট্র্যাকের মহিলা কর্মীরা। শুক্রবার ওই রেলের ট্র্যাকে কাজ করার সময় ডাউন রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় রাজার মৃত্যু হয় বলে অভিযোগ। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আলিপুরদুয়ার রেল ডিভিশনের আরপিআফ-এর অ্যাসিটেন্ট কমান্ডেন্ট ইনচার্জ প্রেমনাথ রাই জানিয়েছেন, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদদাতাঃ অসিত কর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2rOv0r3
December 21, 2018 at 05:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন