ফেথাইয়ের প্রভাবে রাজ্যে শুরু বৃষ্টি, হাই অ্যালার্ট অন্ধ্র উপকূলে

কলকাতা, ১৭ ডিসেম্বরঃ ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। জানা গিয়েছে, রবিবার রাত থেকেই পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। দিঘা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।

এদিকে, ফেথাই এদিন অন্ধ্র উপকূলেও আছড়ে পড়বে বলে অনুমান করছেন আবহাওয়াবিদদের। সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। উপকূলবর্তী জেলাগুলিতেও প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SVh9uL

December 17, 2018 at 01:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top