বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: চুরি-ডাকাতি প্রতিরোধ ও মাদক নির্মূলের লক্ষ্যে শনিবার (৮ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চান্দসীর কাপন ও বিদাইসুলপানি গ্রামবাসীর সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন- চুরি-ডাকাতি প্রতিরোধ ও মাদক নির্মূল করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং চুরি-ডাকাতি প্রতিরোধ ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীরকে এগিয়ে আসার আহবান জানান। এক্ষেত্রে প্রত্যেক এলাকায় পাহারার ব্যবস্থা করার পরামর্শ প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হাজী রহমত আলী, থানার এএসআই বিমল চন্দ্র দাস, অরুন দাস ও মুরব্বি আহাস আলী।
এসময় উপস্থিত ছিলেন- সিরাজ মিয়া, সুমন মিয়া, জিতু মিয়া, জায়েদ আহমদ, শিমুল মিয়া, রুপন মিয়া, মাছুম আহমদ, রুহেল মিয়া, আব্দুল হোসেন সুবিল, রায়েল আহমদ, আজাদ মিয়া, মতিন মিয়া, রুকন মিয়া, বাদল, শানুর আলী, রাজু মিয়া, বাশির আহমদ হেলাল, উজ্জল, ফজর আলী, আজব আলী, বাবুল মিয়া, ইলিয়াস আলী, তদারিছ আলী প্রমুখ।
এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ ও মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশকে সহযোগীতার জন্য সভায় সর্বসম্মতিক্রমে হাজী রহমত আলীকে সভাপতি, আয়াস আলীকে সহ সভাপতি, বাশির আহমদ হেলালকে সাধারণ সম্পাদক ও মিরাজ আলীকে সাংগঠনিক সম্পাদক করে একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2RJvnyq
December 08, 2018 at 01:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন