জলপাইগুড়ি, ১০ ডিসেম্বরঃ শিশুদের পড়াশোনা এবং খেলার আদর্শ পরিবেশ দিতে জলপাইগুড়ি জেলার আরও ১৪০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশু আলয় হিসেবে গড়ে তোলা হচ্ছে। ৭৪০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশু আলয় হিসেবে গড়ে তোলার কাজ আগেই শেষ হয়েছিল। নতুন আরও ১৪০টি তৈরির কাজ শেষ হয়েছে। ১১ ডিসেম্বর ধূপগুড়িতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগুলি একযোগে চালু হয়ে যাবে।
এর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মায়েরা কেবলমাত্র সদ্যোজাত থেকে ৫ বছর বয়সি শিশুদের নিয়ে আসতেন। পুষ্টির বিষয়টি খতিয়ে দেখা হত। বর্ণ পরিচয় করানো হত। কিন্তু কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল চিলড্রেন আর্লি কেরার অ্যান্ড এডুকেশন কারিকুলামের আওতায় এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
কেন্দ্রগুলিতে খেলনা, বইপত্রের সঙ্গে পড়াশোনার সরঞ্জাম থাকবে। খেলাধুলোর ছলে গল্পে, আনন্দময় পরিবেশেই শিশু মন বিকশিত হবে-এমনই বিশ্বাস জেলা সমাজকল্যাণ আধিকারিক শ্রদ্ধা সুব্বার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C0RgE1
December 10, 2018 at 01:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন