নয়াদিল্লি, ২২ ডিসেম্বরঃ অধিকাংশ পণ্য পরিসেবার উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল সরকার। শনিবার জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে সস্তা হতে চলেছে ৩৩টি পণ্য ও পরিসেবা। জানা গিয়েছে, দাম কমতে চলেছে ডিএসএলআর ক্যামেরা, গাড়ির টায়ার, এসি, সিমেন্ট-এর মতো পণ্যের। এছাড়াও সৌরবিদ্যুত্ চালিত যন্ত্রাংশে কমছে জিএসটি। পাশাপাশি বিমানের ইকনমি ক্লাস, রঙিন টেলিভিশন কমছে জিএসটি। গাড়ি বিমার হার ১৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১২ শতাংশ। ৩৪টির মধ্যে ৬ টি পণ্যে জিএসটির হার কমছে। ৭টি পণ্যের ক্ষেত্রে জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করার প্রস্তাব দিয়েছে কাউন্সিল। ২৬টি পণ্য ও পরিসেবার ক্ষেত্রে জিএসটি ৬% কমিয়ে ১২% করারও প্রস্তাব দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EEG7uf
December 22, 2018 at 05:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন