মন্ত্রীদের বিদেশযাত্রার খরচ কমেছে

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশসফর নিয়ে বারবার কটাক্ষ করেছে বিরোধীরা। মোদির বিদেশযাত্রার খরচ জানতে তথ্যের অধিকার আইনের (আরটিআই) আওতায় আবেদন জমা পড়েছে। বহু টানাপোড়েনের পর ১৩ ডিসেম্বর বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং যে তথ্য পেশ করেছেন তাতে প্রধানমন্ত্রীর ৪৮টি বিদেশ সফরে ২,০২১ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানানো হয়েছিল। তবে বিদেশসফরের খরচের নিরিখে মোদির চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তাঁর সতীর্থরা। সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে মন্ত্রীসভা বিষয়ক পে অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তর যে হিসেব পেশ করেছে তাতে দেখা যাচ্ছে, ২০১৪-২০১৫ সালে মোদি মন্ত্রীসভার পূর্ণমন্ত্রীদের বিভিন্ন বিদেশসফরে মোট ৮৮ কোটি ৪৮ লক্ষ টাকা খরচ হয়েছিল। পরের বছরগুলিতে সেই খরচ ক্রমশ কমেছে। ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ আর্থিক বছরে খরচ হয়েছে প্রায় ৭৬ ও ৩৭ কোটি টাকা। গত আর্থিক বছরে ব্যয়ের পরিমাণ ছিল ২৩ কোটি ৮৫ লক্ষ টাকা। প্রতিমন্ত্রীদের খরচ আরও কম। গত ৪ বছরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের বিদেশসফরের জন্য সরকারের খরচ হয়েছে ১৩ কোটি ৭৫ লক্ষ টাকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Rfa0rQ

December 24, 2018 at 07:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top