রায়গঞ্জ, ১০ ডিসেম্বরঃ ব্যক্তির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। রায়গঞ্জ থানার বিরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান গ্ৰামের ঘটনা। মৃতের নাম সুজন মন্ডল (২৬) । একটি বেসরকারি সমবায় সমিতির ক্যাশিয়ারের কাজ করতেন তিনি। সোমবার সকালে একটি পরিত্যক্ত চালের মিলের পাশ থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের দাদা।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ স্ত্রীর সঙ্গে শেষবার ফোনে কথা হয় সুজনবাবুর। তখন সমিতির সদস্যদের সঙ্গেই ছিলেন তিনি। তারপর আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। এরপরই সোমবার সকালে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় একটি চালের মিলের পাশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নামানো হয় পুলিশ কুকুর ‘দিয়া’কে। ঘটনাস্থল থেকে একটি সাইকেল মোবাইল ও সমিতির কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সমবায় সমিতির সদস্যদের মধ্যে গণ্ডগোলের জেরেই ওই ক্যাশিয়ারকে খুন হতে হয়েছে। খুনের পর সমিতির সদস্যদের ঘটনাস্থলে দেখতে না পাওয়ায় সন্দেহের দানা বাঁধছে। তবে খুনের কারণ নিয়ে এখনও ধন্ধে রয়েছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত অধরা খুনিরা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার সহ প্রতিবেশীরা। এই বিষয়ে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘অপরাধীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QMCtFa
December 10, 2018 at 07:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন