কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক

কলকাতা, ২৭ ডিসেম্বরঃ মেট্রোতে আগুন আতঙ্ক। আজ বিকেল ৪টে নাগাদ ময়দানে ঢোকার মুখে দমদমগামী একটি এসি মেট্রোর প্রথম বগিতে দেখা দেয় ধোঁয়া। স্টেশনের কিছুটা আগেই থেমে যায় মেট্রো। বাড়তে থাকে ধোঁয়া। আর তাতেই অসুস্থ পড়েন অনেকে।

একটি সূত্রে খবর, ১১ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের বের করে আনা হয়েছে। মেট্রোর তরফে দাবি করা হয়েছে, কিছু সময়ের মধ্যেই আগুন নিভে যায়।

যাত্রীদের অকারণে আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে। ঘটনার জেরে ব্যাহত মেট্রো পরিসেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। কাজ করছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AjssWN

December 27, 2018 at 06:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top