পুণ্ডিবাড়ি, ২৭ ডিসেম্বরঃ ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে রুখতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল-কংগ্রেস। বৃহস্পতিবার কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ি অষ্টমী মেলার মাঠে বিজেপির বিরুদ্ধে জনসভা করল ব্লক তৃণমূল-কংগ্রেস নেতৃত্ব। এদিনের জনসভার প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকা বিজেপির করা সমালোচনা করেন তিনি। পাশাপাশি আগামী ৮ জানুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ও ১৯ জানুয়ারী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সভায় দলীয় নেতা কর্মীদের হাজির থাকতে আহ্বান জানিয়েছেন। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট আইনজীবি বরুণ কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার, তৃণমূলের জেলা সম্পাদিকা তথা জেলা পরিষদের নারী-শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষা শিখা দাস, তৃণমূলের জেলা সহ সভাপতি ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, পুণ্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর ইসলাম সহ আরও অনেকে।
অপরদিকে, এদিন কোচবিহার-২ ব্লকেরই রাজারহাট চৌপথি থেকে শুরু করে রাসমেলা ময়দান পর্যন্ত গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও যাত্রা করল বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি মালতি রাভা জানান, কোচবিহারে অসহিষ্ণুতার রাজনীতি বন্ধ করতে, বোমা-গুলির তৃণমূলী রাজনীতি ও ছাত্র খুনের প্রতিবাদ, তৃণমূলের কায়েম করা গণতন্ত্র ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে এদিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এদিনের পদযাত্রায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি নেতা নিখিল রঞ্জন দে, সুকুমার রায় সহ কয়েকশো কর্মী সমর্থক হাজির হয়েছিলেন।
সংবাদদাতাঃ বিধান সিংহ রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AeCng4
December 27, 2018 at 10:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন