নৌ দিবসে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ ডিসেম্বরঃ‌ ৪ ডিসেম্বর দেশজুড়ে নৌ দিবস পালিত হয়। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ৪ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দরের ওপর আক্রমণ করেছিল ভারতীয় নৌবাহিনী। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয়  দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতেই এই দিনটি নৌ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তাছাড়া বছরের পর বছর উপকূল রক্ষা করে চলেছে নৌবাহিনী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে নৌবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ‘‌নৌ দিবসে সকল আধিকারিক ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। নৌবাহিনী যেভাবে দেশকে তথা জাতিকে রক্ষা করে চলেছে তার জন্য কৃতজ্ঞতা জানাই। বিপর্যয় মোকাবিলাতেও তাঁদের ভূমিকা অনস্বীকার্য।’‌ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে ৫৮ হাজার ৩৫০ জন সেনা রয়েছেন। এছাড়া একটি বিমানবাহী জাহাজ, ২৪টি যুদ্ধ জাহাজ, ৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, ১৩টি সাবমেরিন, ১টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, ৩০টি পেট্রোল ভেসেল, বহু সহায়ক জাহাজও রয়েছে। ‌

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PiSr50

December 04, 2018 at 07:01PM
04 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top