মুম্বাই, ০১ ডিসেম্বর- দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন। তাদের স্বপ্নের বিয়ে দেখে সকলে মুগ্ধ। বিশেষ করে বিয়ের দিন থেকে রিসেপশন পর্যন্ত সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে মুগ্ধ করেছেন দীপিকা। প্রথম থেকে প্রায় সব দিনই দিপ্পিকে দেখা গেছে সব্যসাচীর ডিজাইনার পোশাকে। তবে মুম্বই রিসেপশনে দীপিকা সামনে এসেছেন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে। ২৮ নভেম্বর মুম্বই রিসেপশনে আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা সাদা পোশাকে মুগ্ধ করেন দীপিকা। এবিষয়ে আবু জানি ও সন্দীপ খোসলাও জানান,বহুদিনের ইচ্ছা ছিল দীপিকা আমাদের ডিজাইনের পোশাক পরবে। যাতে দীপিকার সৌন্দর্য ও মাধুর্য আরও বেশি করে ফুটে উঠবে। আর এজন্য দীপিকা `চিকন`-কে বেছে নেয়। আর আমরাও তাঁর পছন্দের কথা ভেবে সমস্ত ভালোবাসা দিয়ে এই পোশাক বানিয়েছি। আইভরি ও গোল্ড মিশ্রিত এই শাড়িতে দীপিকাকে যেন স্বপ্নের মতোই সুন্দর দেখাচ্ছিল। মুম্বই রিসেপশনে দীপিকা শিফনের উপর চিকনের কাজ করা শাড়ি পরেছিলেন, তাঁর মাথা থেকে ছিল লম্বা ওড়নায় ঢাকা। এই শাড়ি এমব্রয়ডারি ডিজাইন করতে লখনউ-তে শিল্পী এনে কাজ করানো হয়েছিল বলে জানাচ্ছেন আবু জানি ও সন্দীপ খোসলা। পুরো শাড়িটি তৈরি করতে ১৬ হাজার ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন আবু জানি-সন্দীপ খোসলা। প্রকাশ্যে আনা হয়েছে দীপিকার এই শাড়ি তৈরির ভিডিও। শুধু দীপিকা শাড়িই নয়, দীপিকার গয়নারও ডিজাইন করেছেন তাঁরা। তবে দীপিকাই নন, ওই দিন দীপিকার পরিবারের সকলেই আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক পরেছিলেন। এমইউ/০৮:৩৫/০১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Sm1Laa
December 01, 2018 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top