ঢাকা, ১৬ ডিসেম্বর- ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে তিনি ঢুকেছেন আগেই। তবে সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স মোস্তাফিজুর রহমানকে এনে দিল আরও বড় পুরস্কার। বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে তিন ম্যাচে মোট ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বল হাতে দূরন্ত এই পারফরম্যান্সে এক লাফে ১০ থেকে ক্যারিয়ার সেরা ৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তার নামের পাশে শোভা পাচ্ছে ক্যারিয়ার সেরা ৬৯৫ রেটিং পয়েন্ট। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে আইসিসি। সিরিজে ৫ উইকেট নিয়ে তিনি অর্জন করেছেন মোট ২৪ রেটিং পয়েন্ট। ৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তাকে ছুঁতে বা টপকাতে যে মোস্তাফিজকে আরও অনেক সাধনা করতে হবে, সেটা স্পষ্টই। তবে ৪ নম্বরে থাকা কাগিসো রাবাদাকে টপকানোর স্বপ্ন তিনি দেখতেই পারেন। ৪-এ থাকা দক্ষিণ আফ্রিকার পেসারের রেটিং পয়েন্ট যে ৭০২। মানে আর ৮টি রেটিং অর্জন করতে পারলেই মোস্তাফিজ তাকে টপকে উঠে যেতে পারবেন ৪ নম্বরে। কিন্তু মোস্তাফিজ-ভক্তদের জন্য দুঃসংবাদ, এ বছরে আর কোনো ম্যাচই নেই বাংলাদেশের। বাংলাদেশ এর পরের সিরিজটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী বছরের ফেব্রুয়ারিতে। অবস্থান ভিত্তিতে সবচেয়ে বড় সুসংবাদটা পেয়েছেন মোস্তাফিজই। তবে সিড়ি টপকানোর দিক থেকে বাংলাদেশি বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতিটা হয়েছে মেহেদী হাসান মিরাজের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে সর্বো্চ ৬ উইকেট নিয়েছেন তিনি। যা তাকে র্যাঙ্কিংয়ে এগিয়ে এনেছে ১৯ ধাপ! ৪৭ থেকে এক লাফে উঠে এসেছেন ২৮ নম্বরে। উন্নতিটা কম হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। তিনিও মিরাজের সমান ৬ উইকেট নিয়েছেন। যা তাকে এগিয়ে এনেছে ১০ ধাপ! ৩৩ থেকে উঠে এসেছেন ২৩ নম্বরে। শীর্ষ ৩০-এ আছেন বাংলাদেশের আরও একজন, তিনি সাকিব আল হাসান। তিন ম্যাচে ৩ উইকেট নেওয়া সাকিব আছেন ২৬ নম্বরে। তবে সাকিবের জন্য অন্য একটি সংসাদ আছে। ওয়ানডের অলরাউন্ডারদের তালিকার শীর্ষে থাকা রশিদ খানের সঙ্গে সাকিবের রেটিং ব্যবধান নেমে এসেছে ১-এ। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের অলরাউন্ড রেটিং পয়েন্ট এখন ৩৫৩। সাকিবের ৩৫২। বাংলাদেশিদের জন্য সুখবর আছে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও। তিন ম্যাচে ১৩৩ গড়ে ১৩৩ রান করা মুশফিকুর রহীম বনে গেছেন ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্টের মালিক। ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে। উন্নতি হয়েছে সৌম্য সরকার এবং লিটন দাসেরও। ১০ ধাপ এগিয়ে সৌম্য উঠে এসেছেন ৪২ নম্বরে। ৪ ধাপ এগিয়ে লিটন ঢুকে পড়েছেন শীর্ষ ১০০-এর চার্টে। ক্যারিয়ার সেরা ৪২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৯৮ নম্বরে। এমএ/ ০৬:২২/ ১৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rCFPMO
December 17, 2018 at 12:47AM
16 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top