সামসী, ১৮ ডিসেম্বরঃ বৃষ্টির মধ্যেই ভয়াবহ অগ্নিকান্ড। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে রতুয়া জিপির কাঞ্চননগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জন্য সারারাত গ্রামে বিদ্যুৎ ছিল না। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ বিদ্যুৎ আসে। বিদ্যুতের শট সার্কিট থেকে ওই এলাকার একটি বাড়িতে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বাড়ির মালিক সামসুল হক জানিয়েছেন, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতো বেশি ছিল এক এক করে বাড়ির ছয়টি ঘরে তা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় চাঁচল দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকের দাবি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রতুয়ার প্রধান আলমগীর রেজা চৌধুরি, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ-র প্রতিনিধি মহম্মদ ইয়াসিন। তাঁরা ওই অসহায় পরিবারটির হাতে ত্রাণ হিসেবে ত্রিপল, কম্বল, শাড়ি, জামা কাপড় সহ খাদ্য সামগ্রী তুলে দেন। অগ্নীকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। ব্লকের তরফেও সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
তথ্যঃ মুরতুজ আলম
ছবিঃ পান্না
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PJYiAw
December 18, 2018 at 01:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন