কলকাতা, ২ ডিসেম্বরঃ ম্যারাথন জেরায় ভেঙে পড়েন হাইকোর্টের আইনজীবী রজতকুমার দে’র স্ত্রী অনিন্দিতা পাল দে। প্রাথমিকভাবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রথমত, খুনই করা হয়েছে রজত দে-কে। দ্বিতীয়ত, খুনে প্রত্যক্ষভাবে তিনি যে জড়িত তা পুলিশের কাছে স্বীকার করে নিয়েছেন অনিন্দিতা। শনিবার বিকেল পাঁচটা নাগাদ অনিন্দিতাকে নিউটাউন থানায় নিয়ে আসা হয়। স্বীকারোক্তির পরই শনিবার রাত ১২ টা নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, দফায় দফায় জেরার পর অনিন্দিতা স্বীকার করেছেন, দাম্পত্য কলহের জেরেই এই খুন। গত ২৪ নভেম্বর রাতে তাঁদের দুজনের মধ্যে বচসা হয়। অনিন্দিতা অন্য ঘরে শুতে চলে যান। বচসার মধ্যেই গলায় বিছানার চাদর জড়িয়ে আত্মহত্যার হুমকি দেন রজত। এর মধ্যেই রজতের গলায় মোবাইল চার্জারের তার জড়িয়ে টেনে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। তবে এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে অনিন্দিতার বিরুদ্ধে। এই খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গত ২৪ নভেম্বর রাতে অনিন্দিতার ফোন থেকে বহু ফোন করা হয়েছিল। কিন্তু একটি নম্বর থেকে শুধু ফোন এসেছিল গভীর রাতে। এত রাতে কে তাঁকে ফোন করেছিল তা জানতে ওই নম্বরের মালিকের সন্ধান শুরু করেছেন তদন্তকারীরা।
রজতের বাবা প্রথম থেকেই তাঁর পুত্রবধূ এবং তাঁর বাপেরবাড়ির লোকের বিরুদ্ধে ছেলেকে খুন করার দাবি করে আসছিলেন। এমনকি অনিন্দিতার বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছিলেন তাঁর শ্বশুর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PemgUi
December 02, 2018 at 01:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন