সরকারি কলেজের দেয়ালে ‘মানবতার দেয়াল’র উদ্বোধন

আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান। মানুষ মানুষের জন্য এই মহান অনুভবোতার জন্য স্থানীয় তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রথম চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দেয়ালে ‘মানবতার দেয়াল’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘মানবতার দেয়াল’ এর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর দাউদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মহতি এ কাজের সদস্য, আলী হায়দার, সৈয়দ আজরফ হোসেন অন্তু, সাজ্জাদ হোসেন সাজু, আলী হাসান রনি, ফয়সাল আহমদ তমাল, জুলকার হাসান তৌফিক, স্বাদ হোসেন, সোহেল।
উদ্বোধনের  প্রথম দিনেই অনেককেই গরম কাপরসহ নানা রকম পণ্য এখানে রাখতে দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর দাউদ হোসেন জানান, মহতি এ উদ্যোগকে আমি স্বাধুবাদ জানিয়েছে। এখান থেকে গরীব, অবহেলিত মানুষ উপকৃত হবে। সমাজের তরুণরাই হচ্ছে আগামীর পথ প্রদর্শক। তাদের হাত ধরেই তৈরি হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১২-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2Pw3hVG

December 11, 2018 at 09:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top